
Advertisement
জুমবাংলা ডেস্ক : কৃষি আইন নিয়ে ভারতের কৃষকদের চলমান আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে। সরকারের সাথে কয়েকদফা আলোচনা হলেও তা ব্যর্থ হয়েছে। কৃষকদের এই আন্দোলনে দেশটিতে দৈনিক ৪ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ভারতের দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (অ্যাসোচ্যাম)। খবর —আনন্দবাজার পত্রিকা’র।
অ্যাসোচ্যাম জানিয়েছে, আন্দোলনের কারণে তিন রাজ্যে দৈনিক প্রায় ৪ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও দিল্লিতে পণ্যদ্রব্য পৌঁছাতে যে সময় লাগত, আন্দোলনের জেরে বহু সীমানা আটকে থাকায় ৫০ শতাংশ অতিরিক্ত খরচ করে পণ্য নিয়ে যেতে হচ্ছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।