
ভারতে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের মধ্যে নারীর সংখ্যা বেশি হলেও মৃত্যুহার পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বেশি। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তথ্য বিশ্লেষণ করে তৈরি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে জেএএমএ ওপেন নেটওয়ার্ক জার্নালে।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্যানসার রেজিস্ট্রি পিবিসিআরের তথ্যের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ২২৩টি ক্যানসার আক্রান্ত ও ২ লাখ ৬ হাজার ৪৫৭টি মৃত্যুর ঘটনার পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়।
আইসিএমআরের তথ্য অনুযায়ী, দেশে মোট ক্যানসারের ৫১.১ শতাংশ আক্রান্ত নারী এবং ৪৮.৯ শতাংশ পুরুষ। তবে মৃত্যুহারের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা গেছে। নারীদের মধ্যে মৃত্যু ৪৫ শতাংশ হলেও পুরুষদের মধ্যে মৃত্যু ৫৫ শতাংশ। অর্থাৎ আক্রান্ত বেশি নারী, কিন্তু মৃত্যুহার বেশি পুরুষের।
পুরুষদের মধ্যে মুখগহ্বর বা ওরাল ক্যানসার সর্বাধিক, এরপর ফুসফুস ও প্রস্টেট ক্যানসার। অন্যদিকে নারীদের মধ্যে স্তন, জরায়ুমুখ ও ডিম্বাশয়ের ক্যানসার সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে।
গবেষণা বলছে, গ্রামীণ জনসংখ্যার মধ্যে প্রতি ১ লাখে ৭৬ জন পুরুষ ও ৬৭ জন নারী ক্যানসারে আক্রান্ত। কেরালা ও আসামের কয়েকটি জেলায় জনসংখ্যার অর্ধেকেরও বেশি ক্যানসারের ঝুঁকিতে রয়েছে। শহর এলাকায় দিল্লিতে আক্রান্তের হার সবচেয়ে বেশি—প্রতি ১ লাখে ১৪৬ জন।
বর্তমানে সারা ভারতে ক্যানসার আক্রান্ত নারীর সংখ্যা ৭ লাখ ৮১ হাজার ২৭৭ এবং পুরুষের সংখ্যা ৭ লাখ ৮০ হাজার ৮২২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



