ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ হাজারেরও বেশি, মৃত ১২৫৮

আন্তর্জাতিক ডেস্ক: ডেল্টা প্লাস ভেরিয়েন্টের উদ্বেগের মাঝে ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। গতকাল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিল ৪৮ হাজার ৬৯৮ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের রবিবারের রিপোর্ট মোতাবেক দৈনিক সুস্থ হয়েছে ৯৬.৭৫%। সক্রিয় রোগীর সংখ্যাও এসে দাঁড়িয়েছে ৫ লক্ষের কাছাকাছি। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩ জন।

রিপোর্টে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জনের। যা গতকালের চেয়ে বেশি। মোট মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ৪০৩ জন। দেশে করোনায় মোট আক্রান্ত ৩ কোটি ০২ লক্ষ ৩৩ হাজার ১৮৩ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ০২৯ জন।