আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৭ বছর বয়সী একজন ইসরায়েলি পর্যটক। শুধু তাই নয়, তার সঙ্গে থাকা ২৯ বছর বয়সী স্থানীয় নারী ট্যুর গাইডও একইভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় বখাটেদের হামলায় আরেক স্থানীয় পর্যটক নিহত হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কর্ণাটকের হাম্পির সানাপুর হ্রদের কাছে তিন জন পুরুষ পর্যটকের সঙ্গে দাঁড়িয়ে থাকা দুই নারী পর্যটকের উপর হামলা চালায় একদল লোক। এ সময় দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট চালানো হয়।
শনিবার (৮ মার্চ) কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি বলেন, দুই নারী এবং তিন জন পুরুষ হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে দু’জন বিদেশি – একজন আমেরিকান, অন্য একজন ইসরায়েলের। আরেকজন নারী ছিলেন ট্যুর গাইড। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই স্থানীয় বাসিন্দা – মল্লেশ এবং সাই চেতনকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পুলিশকে দ্রুত অপরাধীদের সনাক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান। এক্স পোস্টে লিখেছেন, কোপ্পাল জেলার গঙ্গাবতী তালুকের সানাপুরে একজন ইসরায়েলি নাগরিক এবং স্থানীয় নারীর উপর হামলা ও ধর্ষণের ঘটনা অত্যন্ত জঘন্য কাজ। ঘটনাটি জানার সাথে সাথেই আমি সংশ্লিষ্ট পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং দ্রুত অপরাধীদের সনাক্ত করার নির্দেশ দিয়েছি।
কর্মকর্তাদের মতে, মোটরবাইকে করে আসা একদল আক্রমণকারী প্রথমে পর্যটকদের কাছে এসে পেট্রোল কেনার ১০০ টাকা দাবি করে। ভুক্তভোগীরা দিতে অস্বীকার করলে ওই লোকগুলো হিংস্র হয়ে ওঠে, তাদের মারধর শুরু করে। এ সময় তারা পর্যটকদের সঙ্গে থাকা তিন পুরুষকে হ্রদে ফেলে দেয়। এরপ দুই নারীর ওপর যৌন নির্যাতন চালায়।
পিটিআই সংবাদ সংস্থা জানিয়েছে, হ্রদে ফেলে দিলে সেখান থেকে দুই পুরুষ পর্যটক – মার্কিন যুক্তরাষ্ট্রের ও মহারাষ্ট্রের একজন পালিয়ে যেতে সক্ষম হন। তৃতীয় জন ওড়িশার লোকটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
থানায় দায়ের করা মামলার তথ্য অনুসারে, স্কুটার নিয়ে সানাপুর হ্রদের কাছে দুর্গাম্মা গুড়ি মন্দিরের কাছে তুঙ্গভদ্রা হ্রদের বাম তীরে গিয়েছিলেন পাঁচ পর্যটক। রাত ১০টা ৩০ মিনিটের দিকে তারা খালের ধারে বিশ্রাম নিচ্ছিল, গিটার বাজছিল এবং পরিবেশ উপভোগ করছিল। ঠিক তখনই মোটরসাইকেলে করে একদল এসে হামলে পড়ে তাদের ওপর। ধর্ষণের পর তাদের কাছ থেকে দুটি মোবাইল এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়।
সম্প্রতি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে স্পেনের এক পর্যটককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নারীর বিরুদ্ধে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বহু পর্যটক।
এবার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
গত বছর ঝাড়খণ্ডের দুমকা জেলায় ২৮ বছর বয়সী এক বিদেশি নারী এবং তার স্বামী লাঞ্ছিত হন। এশিয়াজুড়ে মোটরবাইক ভ্রমণের ইতিহাস নিয়ে ইনস্টাগ্রাম পেজ পরিচালনাকারী এই দম্পতি তাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে একটি ভিডিও পোস্ট করেন।
গত মাসেও গোয়া শহরে ২৮ বছর বয়সী এক বিদেশি তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ৩১ বছর বয়সী এক ভারতীয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।