আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি ব্যবসা প্রতিষ্ঠান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সম্মান জানাতে তার নামে চায়ের ব্র্যান্ড চালু করেছে।
অ্যারোমিকা টি নামে আসামের প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণের মুখে জেলেনস্কির ‘বীরত্ব’ ও সাহসিকতাকে’ সম্মান জানাতে তার নামে এই ব্র্যান্ড চালু করা হয়েছে।
‘অ্যারোমিকা টি’ প্রতিষ্ঠানের পরিচালক রঞ্জিত বড়ুয়া ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, বুধবার থেকে জেলেনস্কি ব্র্যান্ডের চা যাত্রা শুরু করেছে। এটি অনলাইনে কেনা যাবে।
রঞ্জিত বড়ুয়া আরও বলেন, আসল বিষয় হলো— প্রেসিডেন্টের বীরত্ব ও সাহসকে সম্মান জানানো, যিনি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এটি তার চরিত্রকে ফুটিয়ে তোলে।
ভারতের চা বোর্ডের তথ্য অনুসারে, ভারতীয় চায়ের বৃহত্তম আমদানিকারক রাশিয়া। ২০২১ সালে ভারত থেকে রাশিয়া ৩৪ দশমিক ০৯ মিলিয়ন কেজি চা আমদানি করেছে। অন্যদিকে ভারত থেকে ইউক্রেন ২০২১ সালে ১ দশমিক ৭৩ মিলিয়ন কেজি চা আমদানি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।