Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মশা ভারতে গিয়ে ডেঙ্গুর জীবাণু ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বৃহস্পতিবার (১ আগস্ট) কলকাতার নজরুল মঞ্চে ‘সবুজের অভিযান’ কর্মসূচিতে পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মমতা বলেন, ‘বাংলাদেশে এখন ডেঙ্গুর প্রকোপ। আর সেখান থেকে ডেঙ্গুবাহী মশা ভারতে এসে জীবাণু ছড়াচ্ছে।’
মমতার এই বক্তব্যে সেখানে উপস্থিত থাকা তৃণমূল নেতা-কর্মীরা হাসাহাসি শুরু করেন।
লোকসভা নির্বাচনে ফল বিপর্যয়ের পর প্রশান্ত কিশোরকে স্ট্রাটেজিস্ট হিসেবে এনেছে। প্রশান্ত কিশোর এসেই মমতাকে কম কথা বলার পরামর্শ দিয়েছিলেন। মাঝেমাঝেই বিতর্কিত মন্তব্য করে শিরোনাম হন মমতা। বাংলাদেশ নিয়ে এমন মন্তব্যে বিরোধীদের পাশাপাশি নিজ দলের নেতা-কর্মীরাও বিদ্রুপের হাসি হাসছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।