আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকদিন আগে বিজেপি সাংসদ তাপির গাঁও দাবি করেছিলেন,অরুণাচল প্রদেশে রাস্তা বানিয়েছে চীনা সেনারা৷ তবে ভারতীয় সেনাদের তরফ থেকে তা অস্বীকার করা হয়েছিল৷ কিন্তু স্যাটেলাইট ইমেজে ধরা পড়েল সেই বিস্ফোরক চিত্র৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের প্রকাশ করা চিত্রে দেখা যাচ্ছে সত্যি সত্যি ভারতে ঢুকে ইতোমধ্যে এক কিলোমিটার রাস্তা বানিয়েছে সেনারা৷ খবর মহানগর ২৪*৭।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের প্রকাশ করা একটি উপগ্রহ চিত্র থেকে দেখা গিয়েছে, চীনা সেনারা বিশিং অঞ্চলের উত্তর সীমা দিয়ে প্রবেশ করার তথ্য একেবারেই সঠিক। শুধু তাই নয় লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে এক কি.মি. দীর্ঘ রাস্তা বানিয়ে ফেলেছে। এমন গুরুতর বিষয় নজরে আসতেই তা খতিয়ে দেখেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ অভিজিত আয়ার মিত্র৷ তিনি জানান, যখন কোনো দেশ সীমান্ত বরাবর পরিবহন ব্যবস্থা গড়ে তোলে কিংবা বসতি গড়ে তোলে তার মানে তাঁরা সীমা রেখা টানতে বাধ্য করে অপর দেশকে। তাই ওই নিয়ন্ত্রণ রেখার পরেও ভারতের কয়েক কি.মি. ভিতরে ঢুকছে চীন। আর যে উপগ্রহ চিত্রটি হাতে এসেছে সেখানে দেখা গিয়েছে চীন সত্যিই ভারতের ঢুকে রাস্তা বানিয়ে ফেলেছে।
তবে তাঁরা একাজ সম্প্রতি নয় বরং বেশ কিছু বছর আগে থেকেই শুরু করেছে বলে সন্দেহ প্রকাশ করছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। বিশিং ছাড়াও চাগালাগামে চীনা অনুপ্রবেশ হচ্ছে। যা ভারতের মাথাব্যাথা আরও বাড়িয়ে দিচ্ছে৷ বেশ কয়েকদিন আগেই অরুণাচল সাংসদ জানিয়েছিলেন, কাঠের ব্রিজ তৈরি করে ভারতে ঢুকছে চীনা সৈনরা৷ তাদের বুটের দাগেরও নাকি চিহ্ন মিলেছে৷ তবে তার এই দাবি ভিত্তিহীন বলে জানিয়েছিল ভারতীয় সেনা৷ তবে স্যাটালাইটের ছবি প্রকাশ্যে আসায় চিন্তার ভাঁজ প্রতিরক্ষা বাহিনীর কপালে৷
সূত্র : mahanagar24x7
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।