আন্তর্জাতিক ডেস্ক : ভারতে তৈরি হবে বহু ফাংশনবিশিষ্ট হেলিকপ্টার। এর নাম দেয়া হয়েছে ইন্ডিয়ান মাল্টি-রোল হেলিকপ্টার (আইএমআরএইচ)। এই হেলিকপ্টার তৈরি করছে হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (এইচএএল)।
প্রতিরক্ষা সূত্রগুলো বলছেন, এই অর্থবছরেই এতে বিনিয়োগ আসবে। তবে এরই মধ্যে ব্যাঙ্গালোরে যৌথ উদ্যোগে এই হেলিকপ্টার তৈরিতে একটি কোম্পানি খুলতে সিদ্ধান্ত নিয়েছে ফরাসি কোম্পানি সাফরান হেলিকপ্টার ইঞ্জিনস এবং এইচএএল।
ফরাসি কোম্পানিটি এক ঘোষণায় বলেছে, আইএমআরএইচের প্রথম লক্ষ্যকে সামনে রেখে সিদ্ধান্ত হয়েছে এই হেলিকপ্টারের ডিজাইন, উন্নয়ন, উৎপাদন, বিক্রি এবং ইঞ্জিনের সাপোর্ট দেয়ার। আশা করা হচ্ছে এই দশকের শেষের দিকে এমন হেলিকপ্টার নির্মাণ সম্পন্ন হবে। এটা হলে এমআই-১৭এস এর জায়গা নিয়ে নিতে পারে এই হেলিকপ্টার।
প্রতিরক্ষা বিষয়ক একজন কর্মকর্তা বলেছেন, এই প্রকল্পটি এখন শিডিউলে আছে। বর্তমানে এতে অর্থের যোগান দিচ্ছে এইচএএল নিজে।
ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে (সিসিএস) আগামী মাসে অনুমোদনের জন্য এ বিষয়ক ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) জমা দেয়া হবে। ওই কর্মকর্তা আরও বলেন, একবার অনুমোদন পেয়ে গেলে সাত বছরের মধ্যে হেলিকপ্টার প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর আগে দ্য হিন্দু রিপোর্ট করেছিল এ ইস্যুতে। তখন বলা হয়েছিল, ভিন্ন দুটি ভার্সনে এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল প্রায় ১০ হাজার কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।