ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ১১ হাজার ৯১৯ জন

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নতুন করে একদিনে ১১ হাজার ৯১৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৫১৭  জনে।

নতুন করে মারা গেছে আরো ৪৭০ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৬২৩ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবার এ কথা জানা গেছে।

ভারতে করোনাক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ১৩২ জন। বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৬২জন।

দেশটিতে গত ৪১ দিন ধরে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ২০ হাজারের নিচে রয়েছে। সূত্র: বাসস