জুমবাংলা ডেস্ক : ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন বিজিবির সদস্যরা।
শনিবার (১ অক্টোবর) দিবাগত রাতে সীমান্তবর্তী বাউর পাথর গ্রামের একটি বাড়ি থেকে মাছগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবির মজুমদার হাট কোম্পানি কমান্ডার সুবেদার মুনিরুজ্জামান বলেন, শনিবার রাতে ভারতে পাচারের সময় ভারতে পাচারের সময় ২১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পাচারকারীরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাছ রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ মাছ শুল্ক স্টেশনের কর্মকর্তাদের কাছে সোপর্দ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।