আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩৭ দশমিক ৪৬ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর ৮টি ট্রাকে এসব ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। প্রথম চালান হিসেবে রপ্তানিকৃত ইলিশগুলো ভারতের কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান আমদানি করেছে। বাংলাদেশ থেকে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং এ চালান রপ্তানি করে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে মোট এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ৫ অক্টোবরের মধ্যে সব রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা জানিয়েছেন, নির্দেশনা অনুযায়ী প্রতিটি চালান কোয়ারেন্টাইন ছাড়পত্র নিয়ে ভারতে পাঠানো হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।