বিনোদন ডেস্ক: বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত প্রথম কলকাতার সিনেমা ‘মায়া’। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন মিথিলা।
পরিচালক রাজর্ষী দে। ভারতের তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে শনিবার।
নিজেদের সিনেমা নিয়ে নির্মাতা রাজর্ষীর সঙ্গে উৎসবে হাজির হয়েছিলেন মিথিলা। দর্শকদের সঙ্গে বসে ‘মায়া’ দেখেছেন তাঁরা, দিয়েছেন দর্শকদের বিভিন্ন কৌতূহলের জবাব।
এদিকে সেই তেলেগুতেই এবার পুরস্কার জিতলেন মিথিলা। হায়দরাবাদে অনুষ্ঠিত ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’-এ তাকে ‘মৈত্রী পুরস্কার’ দেওয়া হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) বিকালে উৎসবের দ্বিতীয় তথা সমাপনী দিনের আয়োজনে মিথিলার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। হায়দরাবাদের প্রাসাদ প্রিভিউ ল্যাবে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার প্রদান আয়োজন। ভারত থেকে সংবাদমাধ্যমকে সুখবরটি দিয়েছেন অভিনেত্রী নিজেই।
মিথিলা বললেন, ‘দুই বাংলায় অভিনয়ের সুবাদে পুরস্কারটি পেয়েছি। শুধু সিনেমা না, যেকোনও মাধ্যমে অনবদ্য অভিনয়ের জন্য। যেমন আমি সিনেমার পাশাপাশি দুই বাংলায় ওটিটিতেও কাজ করেছি। তো অভিনয়ে আমার ভূমিকার জন্যই এ সম্মাননা দেওয়া হয়েছে।’
‘বলার জন্য বলা না, পুরস্কার অবশ্যই উৎসাহ বাড়ায়। তাছাড়া সিনেমার জন্য এটার আমার প্রথম কোনও স্বীকৃতি। এর ফলে নতুন কাজের স্পৃহা তৈরি হলো। এটা বাড়তি দায়িত্বও বটে। চেষ্টা করবো সেই দায়িত্ব বুঝে ভালো কাজের প্রয়াস চালিয়ে যেতে।’- বললেন আনন্দিত মিথিলা।
বিশ্বকাপ খেলা চলাকালীন গ্যালারি গ্যালারিভর্তি মানুষের সামনে নোবেলকে চমকে দিলেন তার স্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।