ভারতে ফণীর আঘাতে ভেঙে চুরমার বিশ্ববিদ্যালয়ের জানালা (ভিডিও)

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় ফণীর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের উরিষ্যা। অতিপ্রবল ফণীর আঘাত এতোটাই শক্তিশালী ছিল যে শক্রবার সেখানে আস্ত একটি স্কুলবাস উড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুধু বাসই নয় কোথাও কোথাও ঘুর্ণিঝড়ের দাপটে ঘুড়ির মতো উড়ে গেছে ফাইবারের কাঠামো, ভেঙে পড়েছে বিল্ডিং, ইলেকট্রিক পোল ও ক্রেন।

উড়িষ্যার বিভিন্ন প্রান্তে ফণীর এমন সব তাণ্ডবের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই সেসব ভিডিও ধারণ করে ফেসবুক, টুইটারে পোস্ট করে নেট জনতাকে সতর্ক করেছেন।

শুক্রবারের সেসব ভিডিওর মধ্যে একটিতে দেখা গেছে, হঠাৎই একটি ভবনের জানালা ভেঙে যাচ্ছে। যেন হলিউড সিনেমার কোনো দৃশ্য।

অমরিতানসু সান্দিলিয়া নামের এক টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয় ভিডিওটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, উরিষ্যার কালিঙ্গা ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) নামের বিশ্ববিদ্যালয়ের জানালার কাচ ভাঙার দৃশ্য এটি। ফণীর তাণ্ডবের সময় ক্যাম্পাসের অন্য একটি ভবনে অবস্থান করছিলেন শিক্ষার্থী অমরিতানসু। সে সময় তিনি এই মুহূর্তটি ধারণ করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে অমরিতানসু সান্দিলিয়া বলেন, এক ভয়ানক অভিজ্ঞতা হয়েছে আমাদের। আমরা যখন কেআইআইটির ছাত্রাবাসের ভেতরে ছিলাম তখন ঘূর্ণিঝড় আঘাত হানে। বাতাসকে গাছের শেকড় উপড়ে নিতে দেখেছি। গাড়ি উড়ে যেতে দেখেছি। এ সময়ই পাশের বিল্ডিংয়ের জানালার কাচ ভেঙে যেতে দেখি।

ঝড়ের এমন তাণ্ডবে ছাত্রাবাসে নিরাপদে ছিলেন বলে জানান অমরিতানসু সান্দিলিয়া।