যেসব স্মার্টওয়াচ টেকসই ও মজবুত করে ডিজাইন করা হয় যেন বাহিরের প্রতিকূল পরিবেশে ঘড়ির কোন ক্ষতি না হয় সেটাকে Rugged SmartWatch বলে। সাধারণত মিলিটারি সদস্য, খেলোয়াড়রা এ ধরনের স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকে।
ভারত ও বাংলাদেশে যেসব Rugged Smartwatch আপনার জন্য উপযুক্ত হতে পারে তার বিবরণ আজ দেওয়া হবে।
NoiseFit Force
আপনার ভালো ডিজাইনের স্মার্টওয়াচ দরকার হলে এটি আপনার জন্য ভালো হবে। ঘরের বাহিরের যেকোন প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে এটি। ঘড়িটির ডিসপ্লে ১.৩ ইঞ্চি। হার্ট রেট মনিটর, জিপিএস, ওয়াটার রেজিস্টেন্স এর মত ফিচার এ ওয়াচে আপনি পেয়ে যাবেন। তবে এটির ব্যাটারি লাইফ টেকসই নয়।
Pebble Cosmos Endure
আউটডোর কার্যকলাপ ও স্পোর্টস এর জন্য স্মার্টওয়াচটি বেশ দুর্দান্ত। এটির ব্যাটারি লাইফ প্রশংসার দাবি রাখে। ৬০০ নিট ব্রাইটনেসের কালার ডিসপ্লে দেওয়া হয়েছে ঘড়ির মধ্যে। তবে এ ডিভাসে জিপিএস ফিচার দেওয়া হয়নি। স্পোর্টস এর কয়েকটি মুড ঘড়ির মধ্যে পেয়ে যাবেন। এটির দাম ৫ হাজার রুপি।
Casio G-Shock G-Squad Athleisure GBD-100
এ ডিভাইসের সবথেকে ভালো ফিচার হচ্ছে ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট বেশি। এর ফলে সূর্যের আলোয় তেমন সমস্যা হবে না। ওয়াচটি ওজনে বেশ হালকা। তবে বলার মত প্রিমিয়াম ফিচারের অভাব রয়েছে এ ডিভাইসে। হার্ট রেট মনিটর, জিপিএস এর মত ফিচার এখানে দেওয়া হয়েছে। এ ওয়াচটির দাম ১২ হাজার রুপি।
Amazfit Falcon
ডিভাইসটিতে ১.৩৪ ইঞ্চির কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। জিপিএস, হার্ট রেট মনিটরিং, কালার ডিসপ্লের মত ফিচার এখানে দেওয়া হয়েছে। এটির মিউজিক কন্ট্রোল সিস্টেম, টেকসই বেটারি লাইফ আপনাকে মুগ্ধ করবে। ঘড়ির ফিজিকাল বাটন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা সম্ভব।
Garmin Fenix 7
সলিড মাল্টি-স্পোর্টস জিপিএস হিসেবে এ ওয়াচটি খ্যাতি পেয়েছে। ও ঘড়িটির রয়েছে আধুনিক ফিটনেস ট্র্যাকিং সক্ষমতা। তাছাড়া হার্ট রেট মনিটর, জিপিএস ও মিউজিক কন্ট্রোল এর মত ফিচার এখানে দেওয়া হয়েছে। এ ডিভাইসটির দাম ৬৭ হাজার রুপি। স্মার্টওয়াচটির নেভিগেসশন সিস্টেম বেশ দুর্দান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।