ভারতে ফের কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ফের একইসঙ্গে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৪৪ হাজার ১১১ জন। দৈনিক মৃতের সংখ্যা ৭৩৮ জন। এই নিয়ে টানা ৭দিন দৈনিক আক্রান্ত রইল ৫০ হাজারের নীচেই। অপরদিকে মৃত্যুও টানা ৯ দিন ধরে ১ হাজারের নীচেই রয়েছে।

ভারতে সুস্থতার হার বেড়ে ৯৭ শতাংশে পৌঁছেছে।

এদিকে সক্রিয় রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৪৭৭ জন মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২ জন। যাদের মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। মোট মৃত্যু গতকালই ৪ লক্ষের গন্ডি ছুঁয়েছে। আজকের পরিসংখ্যান অনুযায়ী মোট মৃত্যু ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।

কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়াল রিপোর্ট প্রকাশ করেছে ভারত বায়োটেক। সেই রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাস প্রতিরোধে ৭৭.৮ শতাংশ অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ সক্ষম কোভ্যাক্সিন। দেশজুড়ে এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ২৯১ জন।