আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। তাদের মধ্যে মহারাষ্ট্রে ২০০ জনের বেশি, কেরালায় ১০০ জনের বেশি এবং ওড়িশায় ৫০ জনের বেশি। এই নিয়ে দেশটিতে করোনা মহামারিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮১০ জনের। খবর আনন্দবাজার পত্রিকার।
এদিকে ভারতে পর পর চার দিন রোজই করোনায় আক্রান্ত হচ্ছেন ৪০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। এই নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩।
দেশটিতে নতুন আক্রান্তের অধিকাংশই কেরালার। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭২ জন। বাকি সব রাজ্যেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ হাজারের কম। মহারাষ্ট্রে ৬ হাজার ৬০০, অন্ধ্রপ্রদেশে দুই হাজারের বেশি। কর্নাটক এবং তামিলনাড়ুতে দুই হাজারের কম। ওড়িশায় দেড় হাজার এবং আসামে হাজারের আশপাশে। বাকি সব রাজ্যেই করোনা সংক্রমণ হাজারের নীচে রয়েছে।
দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত তিন দিন ধরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে বেড়ে তা ৪ লাখ ছাড়িয়ে গিয়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৮ হাজার ৯২০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।