ভারতে ফের সংক্রমণ ও মৃত্যু বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ফের করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩০ জন।

দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হলেও সংক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৯২০। সেই সঙ্গে ৪৭ হাজারের বেশি কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন।

নতুন সংক্রমণের সংখ্যা বাড়লেও এর দৈনিক হার টানা ১৬ দিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।