
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে বৃহস্পতিবার বজ্রপাতে কমপক্ষে ১০৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে বর্ষাকালের প্রারম্ভেই এমন মর্মান্তিক ঘটনা ঘটলো। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে বজ্রপাতে ৮৩ জন এবং উত্তরাঞ্চলীয় উত্তর প্রদেশ রাজ্যে আরো ২৪ জনের মৃত্যু হয়।
কর্মকর্তারা জানান, এতে আরো অনেকে আহত হয়েছে।
ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বার্ষিক বর্ষা মৌসুম চলাকালে বজ্রপাতে প্রায় মৃত্যু ঘটে থাকে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী লক্ষণেশ্বর রায় এএফপি’কে বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ রাজ্যে বজ্রপাতে একদিনে এটি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
তিনি আরো বলেন, এসব মৃত্যুর অর্ধেকেরও বেশি বিহারের বন্যা প্রবণ উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঘটে।
রায় সতর্ক করে দিয়ে বলেন, মৃতের এ সংখ্যা আরো বাড়তে পারে কারণ তার সরকার এ রাজ্যের বিভিন্ন অঞ্চলের হতাহতের খবরের অপেক্ষায় রয়েছে।
ভারতের স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, শুক্রবার ও শনিবার বিহারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার রাতে টুইটার বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তার শোক জানিয়েছেন।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ২০১৮ সালে ২ হাজার ৩শ’র বেশি লোক বজ্রপাতে প্রাণ হারিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।