বিনোদন ডেস্ক: আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডা নিয়ে কাটাছেড়া চলছেই। সিনেমায় ভারতীয় সেনাকে অবমাননা করার অভিযোগে এই ছবি নিয়ে শুরু থেকেই বিতর্ক দানা বেঁধেছে। প্রথম সপ্তাহ শেষে বক্স অফিসে ৫০ কোটির ব্যবসা করতে রীতিমতো হিমসিম খেয়েছে লাল সিং চাড্ডা। কিন্তু আন্তর্জাতিক স্তরে আমিরি ম্যাজিক একেবারে সুপারহিট। ২০২২ সালে সর্বোচ্চ আয়ের বিচারে বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড গড়লো আমির খান, কারিনা কাপুর, নাগা চৈতন্য অভিনীত ছবি লাল সিং চাড্ডা।
আন্তর্জাতিক স্তরে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ভুল ভুলাইয়া ২’ এবং দ্য কাশ্মির ফাইলসের মতো ছবির জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছে লাল সিং চাড্ডা। এক নজরে দেখে নেয়া যাক আন্তর্জাতিক মার্কেটে এই তিনটি ছবি বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল।
৭.৪৭ মিলিয়ন ব্যবসা করেছিল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ২’ ও ‘দ্য কাশ্মির ফাইলসের’ এর ঝুলিতে এসেছিল যথাক্রমে ৫.৮৮ মিলিয়ন ও ৫.৭ মিলিয়ন। উল্লেখ্য, বলিউডের এই তিনটি ছবি ভারতের বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছিল। ১১ অগাস্ট লাল সিং চাড্ডা মুক্তির পর আন্তর্জাতিক স্তরে ৭.৫ মিলিয়ন ব্যবসা করেছে। তবে তেলেগু ব্লকব্লাস্টার আরআরআর আন্তর্জাতিক স্তরে ২০ মিলিয়নের ব্যবসা করেছিল।
আগামী ৮ সেপ্টেম্বর চীন ও তাইওয়ানে মুক্তি পাবে আমির খানের লাল সিং চাড্ডা। উল্লেখ্য, আমির খানের ছবি চীনা দর্শকের কাছে খুবই প্রিয়। দঙ্গল, সিক্রেট সুপারস্টার, পিকের মতো ছবি চীনের বক্স অফিসে সফল হয়েছিল। বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টই একমাত্র ভারতীয় তারকা যিনি চীনের বক্স অফিসে দাপিয়ে রাজত্ব করেন। তাই চীনে লাল সিং চাড্ডা মুক্তির পর আন্তর্জাতিক স্তরে এই ছবির সাফল্য আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদী লাল সিং চাড্ডার নির্মাতারা।
২০১৮ সালে ‘থাগস অফ হিন্দুস্তান’ অবশ্য চীনা দর্শকদের হতাশ করেছিল। ভারতেও যেমন এই ছবিকে ফ্লপের তকমা দেয়া হয়েছিল তেমনই আন্তর্জাতিক স্তরেও সফল হয়নি আমিরের থাগস অফ হিন্দুস্তান।
তথ্যসূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।