প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দ্বিতীয় মেয়াদে বেশির ভাগ সময় অর্থনৈতিক অ্যাজেন্ডা ব্যয় করে একটি বিতর্কিত সামাজিক নীতি প্রচার করছেন এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইউরেশিয়া গ্রুপের ‘ইন্ডিয়া গেটস মোদি-ফায়েড’ শীর্ষক প্রতিবেদনে। প্রতিবেদনের অন্যতম লেখক ইউরেশিয়া গ্রুপের প্রেসিডেন্ট ইয়ান ব্রেমার। শুক্রবার ‘দ্য প্রিন্ট’ ও ইন্ডিয়া টুডে এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এর প্রভাবে চলতি বছর ভয়ংকর সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি বৈদেশিক নীতি ও অর্থনৈতিক বিপর্যয় আসবে। সারা ভারতে বিক্ষোভ দেখা দিতে পারে সরকারবিরোধী। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটবে। জঙ্গী হামলারও আশংকা রয়েছে।
এর আগে ভারতের লোকসভা নির্বাচনের সময়ে ‘টাইম’ ম্যাগাজিনের মে মাসের সংখ্যায় ইয়ান ব্রেমার বলেছিলেন, ‘ ভারতের অর্থনৈতিক সংস্কারের জন্য মোদিই হলেন ভরসা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


