আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ভারত সরকার। এ কারণে রাতের আঁধারে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে অভিযান চালাচ্ছে উত্তর প্রদেশ পুলিশ। একইসাথে ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অভিযান চালিয়ে এ পযন্ত উত্তর প্রদেশ পুলিশ ১৫ জন ছাত্রকে গ্রেফতার করেছে।
নুর আলম ও রেহান আলম নামে দুই শিক্ষার্থী অভিযোগ করেন, ‘বিক্ষোভকারীদের একাংশ যদি পাথর ছুড়েও থাকে তাহলেও পুলিশের সংযত আচরণ করা উচিত ছিল। কিন্তু পুলিশ লাঠিচার্জ করে। তার পরে ক্যাম্পাসে ঢুকে পার্ক করে রাখা গাড়ির ক্ষতি করে পুলিশ। হোস্টেলেও ঢুকেছিল পুলিশ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের মোটরসাইকেল ভাঙচুর করছে পুলিশ। তবে তা অস্বীকার করে উত্তর প্রদেশ পুলিশের ডিজি ও পি সিংহ জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে ভাঙচুর করার কোনো অভিযোগ পাওয়া যায়নি। কর্তৃপক্ষের অনুরোধেই ক্যাম্পাসে বাহিনী পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে ৩০ জন শিক্ষার্থী ও ১০ জন পুলিশ আহত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।