Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিভিন্ন ক্ষেত্রে শিথিল হয়েছে লকডাউন। এরমধ্যই করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত হাজারে। মোট সংক্রমণ ২ লাখ ৬৬ হাজার ছুঁইছুঁই।
সরকারি অফিসে ৭০ শতাংশ উপস্থিতির পাশাপাশি খুলেছে অনেক বেসরকারি অফিস। তবে অফিস চালুর পরও রাস্তায় গণপরিবহনের তীব্র সংকট দেখা গেছে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে। কড়াকড়ি কমানোয় সংক্রমণ বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।
ধারণা করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সংক্রমণ। তাই লোকবল ও চিকিৎসা সরঞ্জামাদি প্রয়োজন অনুযায়ী স্থানান্তরের পরামর্শ দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আপাতত ট্র্যাক, ট্রেস ও ট্রিট পদ্ধতিতে চলছে করোনা মোকাবেলার চেষ্টা। মহারাষ্ট্র ও গুজরাট ছাড়া অন্যান্য রাজ্যে এ পদ্ধতিতে সাফল্য মিলছে বলেও দাবি কর্তৃপক্ষের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।