Boat হচ্ছে ভারতের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। তাদের Lunar Call Pro ও Lunar Connect Pro স্মার্টওয়াচ সম্প্রতি বাজারে রিলিজ পেয়েছে। কোম্পানির প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে এ দুটি ঘড়ি বাজারে রিলিজ পেয়েছে। ভারতের Boat কোম্পানি প্রথমবারের মত ওয়্যারেবল সিরিজ মার্কেটে রিলিজ পেয়েছে।
ওয়াচফেস স্টুডিও এবং সেন্সএআই টেকনোলোজির মত ফিচার এ ঘড়িতে পেয়ে যাবেন। ব্লুটুথ পদ্ধতিতে কল করে কথা বলতে চাইলে সেটাও সম্ভব। এবার অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাক।
বোট ব্র্যান্ডের লুনার কানেক্ট প্রো ডিভাইসটির ৪টি কালার ভ্যারিয়েন্ট আপনি বাজারে পেয়ে যাবেন। মেটালিক ব্ল্যাক, অ্যাক্টিভ ব্ল্যাক, ইন্ক্ ব্লু এবং চেরি ব্লসম কালারের যেকোনো একটি চয়েস করার মাধ্যমে আপনি ঘড়িটি ক্রয় করতে পারবেন।
সদ্য বাজারে আসা বোট লুনার কানেক্ট প্রো এবং লুনার কল প্রো ডিভাইসে ১.৩৯ ইঞ্চি সাইজের ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে উভয় ডিভাইসে। ব্র্যান্ডটি দাবি করছে যে, ঘড়িটি হাতে পাওয়ার পর প্রিমিয়ায় ফিলের অনুভূতি পাওয়া যাবে।
ডিজাইন যেনো প্রিমিয়াম লেভেলের হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আগের মডেল থেকে এই ২টি ডিভাইস আরও দ্রুত কাজ করবে। মেটাকিক স্ট্রিপের মত ফিচার ব্যবহার করা হয়েছে যেনো প্রিমিয়াম ডিজাইন বজায় রাখা যায়।
বোট ক্রেস্ট অ্যাপের মাধ্যমে আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্লুটুথ কলিং এর জন্য এইচডি মাইক ও স্পিকার ব্যবহার করা হয়েছে। টেকসই ব্যাটারি লাইফের ফিচার পেয়ে যাবেন এখানে।
২৬৮ মেগাহার্জের ব্যাটারি ডিভাইসটিকে পাওয়ার প্রদান করবে। একবার চার্জ দিলে ১৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। Lunar Connect Pro ডিভাইসটি অফারে ৩৪৯৯ ভারতীয় রুপিতে বর্তমানে ক্রয় করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।