Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও গতকালের চেয়ে আজ সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। যা গতকাল ছিল ৬০ হাজার ৪৭১ জন।
তবে দৈনিক সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ০৭ হাজার ৬২৮ জন। সক্রিয় রোগীর সংখ্যাও এসে দাঁড়িয়েছে ৮ লাখের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। মোট মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।