Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির পুলিশের পক্ষ থেকে সোমবার এই তথ্য জানানো হয়। খবর এএনআই’র।
খবরে বলা হয়েছে, রবিবার রাত সাড়ের ১০ টা নাগাদ মহারাষ্ট্রের ঢুল জেলার নিমগুল গ্রামে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র পুলিশ ইন্সপেক্টর হেমন্ত পাতিল জানিয়েছেন, ‘প্রবল গতিতে থাকা ট্রাকটি বাসের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
ঢুলের অতিরিক্ত পুলিশ সুপার রাজু ভুজবল জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ১ হাজার টাকা করে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।