Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। রোববার রাতে একটি ট্রাকের সাথে গাড়ির ধাক্কা লেগে তাতে আগুন ধরে যাওয়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয় পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
পুলিশ আরো জানায়, গাড়িটির একটি টায়ার ফেটে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরফলে গাড়িটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খায়।
সংঘর্ষের পরপরই গাড়িটিতে আগুন ধরে গেলে তাতে থাকা আরোহীরা বের হতে ব্যর্থ হয়।
লক্ষ্নে-আগ্রা এক্সপ্রেসওয়ের কাছে রাজ্যের উনাও জেলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।