আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছে। ওই হেলিকপ্টারে পাইলটসহ সাতজন আরোহী ছিলেন। এর মধ্যে ছয়জনই তীর্থযাত্রী যাদের মধ্যে এক শিশুও ছিল। কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে যাওয়ার সময় হেলিকপ্টারটি একটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের মাত্র ১০ মিনিটের মাথায় আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরীকুণ্ড এবং সোনপ্রয়গের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় রবিবার (১৫ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে পাইলটসহ সাত আরোহী ছিল। এর মধ্যে ছয় তীর্থযাত্রী ছিলেন যাদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং তাদের সঙ্গে থাকা শিশুটির বয়স ২৩ মাস।
কেদারনাথ মন্দির থেকে তারা ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। খারাপ আবহাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা পর্যটন উন্নয়নের রাহুল চৌবে বলেন, এনডিআরএফ এবং এসডিআরএফসহ স্থানীয় কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছে। হেলিকপ্টারটি ফিরে আসার সময় আবহাওয়া খারাপ হয়ে যায়। পাইলট হেলিকপ্টারটি উপত্যকা থেকে সরিয়ে আনার চেষ্টা করেন কিন্তু গৌরীকুণ্ডের কাছে এটি বিধ্বস্ত হয়।
গাড়োয়ালের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, যাত্রীদের মধ্যে একজন বদরীনাথ কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) কর্মচারী ছিলেন। বাকি পাঁচজন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন।
নিহতদের মধ্যে মহারাষ্ট্রের ইয়াবতমালের জয়সওয়াল পরিবারের তিন সদস্য রয়েছেন। তারা হলেন- রাজকুমার জয়সওয়াল, শ্রদ্ধা জয়সওয়াল এবং তাদের ২৩ মাস বয়সী মেয়ে কাশী রাজকুমার জয়সওয়াল।
স্থানীয়রা তাদের গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি দেখতে পান এবং কর্মকর্তাদের খবর দেন। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) একটি দল সকাল ৭টার দিকে গৌরীকুণ্ডে পৌঁছায় এবং সেখান থেকে ঘটনাস্থলে যায়।
স্থানীয় সময় সকাল ৮:৫৫ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ওই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের
মাত্র কয়েকদিন আগেই ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি প্লেন দুর্ঘটনায় কমপক্ষে ২৭৯ জন প্রাণ হারায়। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.