
আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি রোধে ভারতে ফের সকল রকম ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করল দেশটির রেল মন্ত্রণালয়। আগামী ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত ভারতে সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়। খবর এনডিটিভি’র।
ভারতের রেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে সকল রকম প্যাসেঞ্জার, মেইল, এক্সপ্রেস ও শহরতলির ট্রেন চলাচল বন্ধ থাকবে। ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত যেসব ট্রেনের টিকিট ইতোমধ্যেই বুক হয়েছে, সেসব টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেয়া হবে। তবে এই সময় মে ও জুনে ঘোষিত ২৩০টি বিশেষ ট্রেন চলাচল করবে।
খবরে বলা হয়, লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পরেই ভারতে করোনা সংক্রমণ আরও দ্রুতগতিতে বাড়ছে। মার্চ মাস থেকেই দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। আর তখন থেকেই সারাদেশে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। দেশটিতে ১ জুন থেকে ২০০টিরও বেশি ট্রেন চলাচল শুরু করে।
তবে দেশটির রেল কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ যে হারে বাড়ছে তাতে ট্রেনের স্বাভাবিক পরিষেবা আবার কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। লকডাউনের আগে ভারতে প্রতিদিন প্রায় ১২ হাজার ট্রেন চলাচল করত এবং তাতে দৈনিক প্রায় ২ কোটি মানুষ যাতায়াত করতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।