ভারতে নতুন করে ৩১ হাজার ২২২ জনের করোনাভাইরাস সনাক্ত

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ হাজার ২২২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জনে দাঁড়ালো। এদিকে বিশাল জনসংখ্যার এ দেশে চিকিৎসাধীন রোগির সংখ্যা ৪ লাখের নিচে রয়েছে। বুধবার হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

স্থানীয় সময় সকাল ৮ টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, একই সময়ে ভারতে করোনায় নতুন করে ২৯০ জনের মৃত্যু ঘটায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৪২ জনে।

উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১.৩৩ শতাংশ।

মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে ৩ লাখ ৯২ হাজার ৮৬৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের সংখ্যার মাত্র ১.১৯ শতাংশ। দেশব্যাপী কোভিড-১৯ রোগ থেকে সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ।