আন্তর্জাতিক ডেস্ক: ভারতে একদিনে ১০ হাজার ১২৬ জন করোনা আক্রান্ত হয়েছে, যা বিগত ২৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৬৩৮ জনে, যা ২৬৩ দিনের মধ্যে সবচেয়ে কম। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
নতুন আক্রান্তসহ ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ১১৩ জনে।
নতুন করে ৩৩২ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬১ হাজার ৩৮৯ জনে।
নতুন দৈনিক করোনা সংক্রমন পরপর ৩২ দিন ২০ হাজারের নিচে ছিল এবং টানা ১৩৫ দিন সংক্রমন ৫০ হাজারের নিচে ছিল।
এখানে চিকিৎসাধীন রোগী বর্তমানে ১ লাখ ৪০ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে, যা মোট আক্রান্তের ০.৪১ শতাংশ, ২০২০ সালের মার্চের পর এটি সর্বনিন্ম। জাতীয় করোনামুক্তির হার ৯৮.২৫ শতাংশ, যা ২০২০ সালের মার্চের পরে সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন আক্রান্ত রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ জনে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।