বিনোদন ডেস্ক : ভারতেরর মানুষকে ফিট রাখার ব্রত নিয়েছেন সালমান খান। সেই লক্ষ্যে ২০২০ সালের মধ্যে গোটা দেশে ৩০০টির বেশি জিম খুলতে চলেছেন তিনি।
বলিউড সুপারস্টার সালমান খান ইতোমধ্যেই সোশাল মিডিয়ায় ভক্তদের নিজের ফিটনেস রুটিনের ঝলক দেখিয়েছেন। এবার ‘SK 27’ নামে নিজের জিম ফ্র্যাঞ্চাইজি এনে কার্যত তাক লাগিয়ে দিতে চলেছেন তিনি। সালমান জানান, বিয়িং হিউম্যান ও বিয়িং স্ট্রং চেনের পর এবার পালা ‘SK 27’-এর। ‘SK 27’-এর লক্ষ্য দেশের প্রত্যেকটা মানুষকে ফিট ও সুস্থ রাখা।
সূত্রের খবর, ‘SK 27’ লঞ্চ করলে কাজের সুযোগও বাড়বে। বিশেষ করে অন্ত্রেপ্রনার ও ফিটনেস ট্রেনারদের কাজের সুযোগ মিলবে। সালমানের এই প্রজেক্ট মূলত ফিট ইন্ডিয়া মুভমেন্টের আরেক নাম। গত এপ্রিলেই লঞ্চ করে সালমানের ফিটনেস ইক্যুইপমেন্ট ব্র্যান্ড বিয়িং স্ট্রং। ভারতের প্রায় ১৭৫টি জিমে সেইসব যন্ত্র ব্যবহারও করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।