আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা থেকে চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ সময় একজন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়।
বিএসএফ জানিয়েছে, মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে ওই চারজন। চেন্নাই ভ্রমণের জন্য জাল আধার কার্ড নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। পাশাপাশি ভারত প্রবেশে সহযোগিতা করার অভিযোগে একজন ভারতীয়কেও গ্রেপ্তার করেছে তারা।
বিএসএফ এর তথ্যমতে, মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বামনাবাদ বর্ডার ফাঁড়িতে আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন টহলরত বিএসএফ সদস্যরা। পরে জওয়ানরা অ্যালার্ম বাজিয়ে অনুপ্রবেশকারীদের দিকে এগিয়ে যায়। তখন অনুপ্রবেশকারীরা পালিয়ে লম্বা ঘাসের মধ্যে লুকানোর চেষ্টা করে। বিএসএফ কুইক রেসপন্স টিম (কিউআরটি) মোতায়েন করে অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জাল আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাণীনগর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এন.কে. পান্ডে বলেন, “এই অপারেশনটি দেশের সীমান্ত রক্ষায় আমাদের জওয়ানদের অদম্য সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়ার একটি প্রমাণ। জাল নথি ব্যবহার করাসহ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা রোধে বিএসএফ সর্বদা সতর্ক। আমাদের সীমান্তের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার, এই সফল আমাদের অঙ্গীকারের নিদর্শন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।