Advertisement
ভারতের ৫ রাজ্যে রোববার থেকে ভোটগণনা চলছে।বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। রাজ্যগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ও তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত পদুচেরি অঞ্চল।
আসাম রাজ্য ও কেন্দ্রশাসিত পদুচেরিতে বিজেপি এগিয়ে রয়েছে। অন্য রাজ্যগুলোতে পিছিয়ে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসামের পরে বিজেপি ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। তবে তামিলনাড়ু ও কেরালায় বিজেপি জয়ের দৌড়ে অনেকটা পিছিয়ে রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির নির্বাচনি প্রজেক্টে দেখা গেছে, তামিলনাড়ু ও কেরালায় বিজেপির লজ্জাজনক হার হওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি। এর মধ্যে ২০৯টি আসন পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। অপরদিকে ৮০টি আসন পেয়েছে বিজেপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।