অ্যাপলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে আইফোন ১৭ সিরিজ। একসঙ্গে চারটি নতুন মডেল লঞ্চ করেছে টেক জায়ান্ট অ্যাপল। ভারতসহ বিশ্বের ৬৩টি দেশে ইতোমধ্যেই বিক্রি শুরু হলেও, পাকিস্তানে আইফোন কিনতে হচ্ছে ভারতীয় বাজারের তুলনায় লাখ টাকার বেশি। কোন মডেলের দাম কত এবং ভারতের সঙ্গে দামের ব্যবধান কতটা—সেটিই এখন ক্রেতাদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।
৯ সেপ্টেম্বর ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। এ সিরিজে চারটি মডেল বাজারে এসেছে—আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। নতুন চমক ও ফিচারে সমৃদ্ধ হওয়ায় অ্যাপলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে।
তবে প্রতিবারের মতো এবারও সব দেশে একই দামে বিক্রি হচ্ছে না আইফোন। বিশেষ করে পাকিস্তানে দাম পড়ছে ভারতের তুলনায় অনেকটাই বেশি।
ভারতে সাধারণ আইফোন ১৭ (২৫৬ জিবি) মডেলের দাম ৮২,৯০০ রুপি, আর ৫১২ জিবি সংস্করণের দাম ১,০২,৯০০ রুপি। অন্যদিকে পাকিস্তানে একই মডেলের দাম দাঁড়িয়েছে ৩,৬৫,২৮০ পাকিস্তানি রুপি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,১৩,৩৮৭ রুপি। অর্থাৎ পাকিস্তানে সাধারণ মডেল কিনতে ভারতের তুলনায় গুনতে হচ্ছে প্রায় ৩০,৪৮৭ রুপি বেশি।
আইফোন ১৭-র ৫১২ জিবি সংস্করণের দাম পাকিস্তানে ৪,৮০,০০০ থেকে ৫,৫০,০০০ পাকিস্তানি রুপির মধ্যে, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১,৪৯,২৩০ থেকে ১,৭১,০০০ রুপি।
অন্যদিকে, ভারতে আইফোন ১৭ এয়ারের দাম শুরু হয়েছে ১,১৯,৯০০ রুপি থেকে (২৫৬ জিবি)। ৫১২ জিবির দাম ১,৩৯,৯০০ রুপি এবং এক টিবি স্টোরেজ সংস্করণের দাম ১,৫৯,৯০০ রুপি। কিন্তু পাকিস্তানে এই মডেলের দাম শুরু হয়েছে ৪,৮৩,৬৮০ পাকিস্তানি রুপি থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৫০,৩৪১ রুপি।
অর্থাৎ ভারতে যেসব ক্রেতারা নতুন সিরিজের আইফোন কিনতে পারছেন তুলনামূলক কম দামে, পাকিস্তানে তাদের গুনতে হচ্ছে লাখ টাকার বেশি। এই তফাতই এখন টেক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।