দুটি জাহাজে করে বাংলাদেশ সরকার ৩৭ হাজার ২৫০ টন চাল আমদানি করেছে। এ দুটি জাহাজ এসেছে পাকিস্তান এবং ভারত থেকে। সরকার সেদ্ধ চাল ক্রয় করেছে ভারত থেকে এবং আতপ চাল ক্রয় করেছে পাকিস্তান থেকে। খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের তথ্য প্রকাশ করেছে।
ইমদাদ ইসলাম মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তার স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিকে বলা হয়েছে যে, ভারত এবং পাকিস্তান থেকে আসা দুটি জাহাজ অলরেডি চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জি-টু-জি অর্থাৎ গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট ভিত্তিতে পাকিস্তান থাকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে জাহাজ MV SIBI এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে ১১ হাজার টন সেদ্ধ চাল নিয়ে জাহাজ MV SIBI চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাহাজ দুটিতে আসা চালের নমুনা পরীক্ষা করে আজই খালাসের কার্যক্রম শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।