ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা এই দুই দেশকে লক্ষ্য করে মস্কোর ওপর চাপ বাড়াতেই এমন প্রস্তাব দিয়েছেন তিনি।
ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস-এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বৈঠকে ফোনে যোগ দিয়ে ট্রাম্প এ আহ্বান জানান। বৈঠকে রাশিয়ার যুদ্ধ অর্থায়ন বন্ধের উপায় নিয়ে আলোচনা হচ্ছিল।
এক মার্কিন কর্মকর্তা জানান, ‘আমরা প্রস্তুত— তবে ইউরোপীয় অংশীদাররা এগোলে আমরাও একই পদক্ষেপ নেব।’ বর্তমানে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ এবং চীনা পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ইইউ একই পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রেও এসব পণ্যে শুল্ক আরও বাড়বে।
ট্রাম্পের মতে, ‘সবচেয়ে কার্যকর পথ হলো বড় অঙ্কের শুল্ক বসানো এবং তা বহাল রাখা, যতক্ষণ না চীন রাশিয়ার তেল কেনা বন্ধ করে।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসে হতাশা বাড়ছে। এর মধ্যেই ট্রাম্প নতুন শুল্ক প্রস্তাব সামনে আনলেন। এর আগে তিনি দাবি করেছিলেন, দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধ থামাতে পারবেন।
গত রবিবার রাশিয়ার বিমান হামলার পর ট্রাম্প নতুন নিষেধাজ্ঞার হুমকি দেন এবং রাশিয়ার তেল কিনছে এমন দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান। তবে এখন পর্যন্ত সরাসরি শাস্তিমূলক শুল্ক কেবল ভারতের ওপরই আরোপ করা হয়েছে। চীনের ক্ষেত্রে এখনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।