আন্তর্জাতিক ডেস্ক : ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগির আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর বিবিসির।
শনিবার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র দপ্তরের পরিচালক ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন। পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুজনের কথোপকথনের ভিত্তিতে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
অজিত দোভাল বলেন, ভারতের পহেলগামে হামলায় গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে। এর ফলে ভারত কঠোর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধে ইচ্ছাকৃত নয় এবং এটি কোনো পক্ষের স্বার্থেও হয়নি। ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগির আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ চলছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পহেলগাম হামলার নিন্দা জানিয়ে বলেছেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। তিনি বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি খুবই কঠিন এবং এশিয়ায় শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তান অপরিবর্তনীয় প্রতিবেশী এবং উভয়েই চীনের প্রতিবেশী। ভারত যুদ্ধ চায় না এমন অবস্থানকে প্রশংসা করে চীন।
ওএই বিবৃতি অনুযায়ী, দুই দেশ এবং বিশ্বের স্বার্থে ভারত ও পাকিস্তান সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাবে এমনটাই চায় চীন।
এদিকে শনিবার (১০ মে) রাতে ভারতের পাঞ্জাবের অমৃতসরে জোরে সাইরেনের শব্দ শোনা গেছে। এরপরেই রোববার ভোরে (১১ মে) জেলা প্রশাসক সাক্ষী সাহনী একটি সতর্কতা জারি করেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অমৃতসরে আপাতত বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। তবে ওই জেলা এখনো রেড অ্যালার্টের আওতায় রয়েছে। খবর বিবিসির।
সাধারণ মানুষকে বাড়ি-ঘর থেকে বের না হতে, নিজেদের বাড়ির ভেতরে থাকা এবং জানালা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক।
পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক
পরিস্থিতি যখন সম্পূর্ণ নিরাপদ হবে, প্রশাসন গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেবে তখন স্বাভাবিক ভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, দয়া করে আতঙ্কিত হবেন না, শান্তি বজায় রাখুন এবং প্রশাসনের সব নির্দেশাবলী অনুসরণ করুন।
গত শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। বেশ কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে সংঘর্ষের পর অবশেষে স্বস্তি ফিরে এসেছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel