আন্তর্জাতিক ডেস্ক : চীন ও ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে কিছু মতপার্থক্য থাকবে। এটাই স্বাভাবিক। মূল বিষয় হচ্ছে এই পার্থক্যগুলো কীভাবে সামাল দেওয়া যায়। ভারত এমন মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বিদায়ী চীনা রাষ্ট্রদূত সান ওয়েইডং।
দিল্লিতে নিযুক্ত চীনা দূতাবাসের ওয়েবসাইটে রাষ্ট্রদূত সান ওয়েইডং-এর বক্তব্য পোস্ট করা হয়েছে। তিনি বলেন, আমাদের দুই দেশের স্বার্থ নিজেদের মধ্যকার মতবিরোধের চেয়ে অনেক বেশি বড় ও গুরুত্বপূর্ণ। ফলে উভয় পক্ষকেই পরস্পরের রাজনৈতিক পদ্ধতিকে সম্মান করা উচিত। অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কারও জন্যই উচিত নয়।
চীনের সঙ্গে ভারতের সম্পর্ক, দুই দেশের যোগাযোগ ব্যবস্থা এবং সমন্বয় নিয়েও কথা বলেন সান ওয়েইডং। তিনি বলেন, ‘চীন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা আবেদন আরও সহজ করেছে। শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন নেওয়া শুরু করেছে। অন্য কারণে চীনমুখী ব্যক্তিদেরও ছাড়পত্র দেওয়া হচ্ছে।’
১৮শ’ ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের নাগরিকদের পারস্পরিক যাতায়াত আরও বাড়বে।
সম্প্রতি শেষ হয়েছে চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস। সান বলেছেন, ‘এই সম্মেলনে দলের নীতি সঠিকভাবে তুলে ধরা হয়েছে। কোন পথে দল এগোবে সেটি নির্ধারণ হয়েছে। কোন লক্ষ্য কীভাবে পূরণ করা হবে সেটাও নির্ধারণ করা হয়েছে। কমরেড শি জিনপিং ফের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দেশের ইতিহাস এবং জনগণের আশা পূরণের লক্ষ্যে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।