Advertisement
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে আসা একটি শূকরের কামড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। স্থানীয়রা তাড়া করার চেষ্টা করায় প্রাণবন্ত শূকরটি কামড়ে আহত করে স্থানীয়দের।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন মিজানুর রহমান (৬৫), তরিকুল ইসলাম (৬০), রুমন আলি (২৫), শহিদুল ইসলাম (৩৫), খাদেমুল ইসলাম (৩৫) ও শেফালী বেগম (৩৫)। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, ভারত থেকে গ্রামে ঢুকেছে একটি শূকর। তাড়া করার সময় এটি ছয়জনকে কামড়ে আহত করে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ আর এ ধরনের ভোগান্তিতে না পড়ে তা নিশ্চিত করা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।