বিনোদন ডেস্ক: সিঙ্গাপুর, ছবির মতো সুন্দর করে সাজানো সেদেশ। অনেকেরই ইচ্ছা সিঙ্গাপুর থেকে ঘুরে আসার। কিন্ত সিঙ্গাপুর যাওয়া কি কোনো চাট্টিখানি ব্যপার নাকি? বেশ মোটা অংকের খরচ করতে হয় সিঙ্গাপুর যাওয়র জন্য।
তাছাড়া সিঙ্গাপুর যেতে হলে পাসপোর্ট এবং ভিসারও প্রয়োজন রয়েছে। খরচ আর এত কিছু মিলিয়ে অনেকের সুপ্ত বাসনা, সুপ্তই থেকে যায়। কিন্তু আজ আমাদের আলোচ্য বিষয়, কিভাবে কম খরচেই পাসপোর্ট এবং ভিসা ছাড়াই সিঙ্গাপুর যেতে পারেন।

অনেকে অবশ্য ওপরের কথাগুলো শুনে অবাক হতে পারেন। কিন্তু এটা পুরোটাই সত্যি। ট্রেনে চেপে বেশ আরামে সিঙ্গাপুর পৌঁছে যেতে পারবেন আপনি। কিন্তু কিভাবে? এক্ষেত্রে জানিয়ে রাখি যে, আপনাদের ওড়িশার ট্রেন ধরতে হবে।
এবার আপনারা ভাবছেন সিঙ্গাপুর যাওয়ার ট্রেন ওড়িশাতে কিভাবে পাওয়া যাবে! আসলে আমরা যে সিঙ্গাপুর নিয়ে আলোচনা করতে চলেছি সেটা ওড়িশাতেই অবস্থিত! ওড়িশাতে এমন একটি রেল স্টেশন রয়েছে যেটির নাম হল “সিঙ্গাপুর রোড স্টেশন” (Singapur Road Station)।
দেশের মধ্যেই এই স্টেশন হওয়ার কারণে কোনো ভিসা অথবা পাসপোর্টেরও প্রয়োজন পড়ে না। স্টেশনটির কোড নাম, “SPRD/Singapur Road”। এই স্টেশন দিয়ে প্রতিদিন কয়েক শত ট্রেন যাতায়াত করে। যদিও স্টপেজ কম রয়েছে এখানে।
সূত্র: indiahood
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



