
ভারতের কারাগারে বিভিন্ন মেয়াদে শাস্তি শেষে দেশে ফিরলেন ১৯ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু।
বিজিবির কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বিভিন্ন সময়ে এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে কারাভোগের মেয়াদ শেষ হলে বিএসএফ তাদের ফেরত দেয়।”
বিজিবির সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বাংলাদেশি নাগরিকদের ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ আনুষ্ঠানিকভাবে জানায়। বৃহস্পতিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
দেশে ফিরে বিজিবির তত্ত্বাবধানে থাকা এই ১৯ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির কুমিল্লার (১০ব্যাটালিয়নের) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, “বিএসএফের কাছ থেকে ১৯ বাংলাদেশিকে বুঝে আনা হয়েছে। আমরা তাদের নাম-পরিচয় নিশ্চিত হয়ে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


