স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়ায়। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি নামে। পৌনে এগারটায় আবার বৃষ্টি শুরু হলে উইকেট ঢেকে দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার রিজার্ভ ডে’তে ম্যাচ খেলানোর। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হয় ম্যাচের বাকি অংশ।
আবহওয়া রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টারের আকাশ পরিষ্কার। তাই খেলা শুরু হতে আপাতত কোন সংশয় নেই। তবে দুপুর নাগাদ বৃষ্টির সম্ভাবণা আছে। প্রথম ইনিংসের পরে দশ মিনিট বিরতী দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু হবে।
মঙ্গলবার ৪৬.১ ওভার পর্যন্ত খেলা হয়। টস জিতে ব্যাট করে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে তোলে ২১১ রান। রস টেইলর ৬৭ রানে অপরাজিত ছিলেন। তাকে ভুবনেশ্বর কুমার আজ প্রথম বলটি করবেন। তার সঙ্গে ক্রিজে আছেন টম ল্যাথাম। তবে রিজার্ভ ডে’তে ম্যাচ গড়ানোয় সুবিধা পেয়ে গেল ভারত। ভেজা উইকেটে তাদের ব্যাটিং করতে হয়নি। সকালের উইকেটেও ব্যাটিং করবে কিউইরা। তারপরও সেমিফাইনালের ম্যাচ বলে কথা, জোর দিয়ে কিছু বলবার জো নেই।
এর আগে মার্টিন গাপটিল ১৪ বল খেলে ১ রান করে আউট হন। অন্য ওপেনার হেনরি নিকোলাস আউট হন ২৮ রান করে। শুরুর উইকেট দুটি তুলে নেন বুমরাহ ও রবিন্দ্র জাদেজা। কেন উইলিয়ামসন ৬৭ রানে চাহালের বলে ক্যাচ দেন। জিমি নিশাম ১২ এবং কলিন ডি গ্রান্ডহোম ১৬ করে ফিরে যান।
ভারত এ ম্যাচে ব্যাটিং শক্তি বাড়িয়ে একাদশ সাজায়। দলে তাই রবিন্দ্র জাদেজাকে নেয় তারা। এছাড়া তার বাঁ-হাতের অফস্পিন তো আছেই। দলে সুযোগ পেয়ে দারুণ বোলিং করা মোহাম্মদ শামি নেই একাদশে। খেলছেন ভুবনেশ্বর কুমার। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল আছেন দলে। নেই চায়নাম্যান কুলদীপ যাদব। তবে নিউজিল্যান্ড দলে নেই কোন চমক।
ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, এমএস ধোনি, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিশেল সাটনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
খেলাটি লাইভ দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।