Advertisement
ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ১ম সেমি ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে আর মাঠে গড়ায়নি। যার কারণেই এই ম্যাচটি আবারো শুরু হবে আগামীকাল। অর্থাৎ ম্যাচটি যে রিজার্ভ ডে তে গড়িয়েছে। এর আগে মঙ্গলবার (০৯ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
বৃষ্টির কারণে ম্যাচটি আজ যদি আর নাও হয় তবে বুধবার (১০ জুলাই) পুনরায় শুরু হবে। ৪৬.১ ওভার থেকে চলতে থাকবে কিউইদের ব্যাটিং। রাউন্ড রবিনে রিজার্ভ ডে না থাকলেও সেমি ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি।
আর রিজার্ভ ডে-তেও যদি ফল না আসে তবে গ্রুপ পর্বে এগিয়ে থাকা দল টিকেট পাবে ফাইনালের। এছাড়া ফাইনালে যদি নির্ধারিত ও রিজার্ভ ডে-তে রেজাল্ট না হয় তবে দু’দলের মধ্যে শিরোপা ভাগ করে দেওয়া হবে। বিশ্বকাপের ইতিহাসে যা আগে কখনও হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।