স্পোর্টস ডেস্ক: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে নিজের পছন্দের ওয়ানডে একাদশ গড়লেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।
সম্প্রতি, ভারতীয় কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের সঙ্গে ফেসবুক লাইভে রমিজ বলেছেন, ভারত দলটা তৈরি করার আগে আমার ছেলের সঙ্গে আলোচনা করি। এত মহান ক্রিকেটারদের মধ্যে থেকে বেছে একটা দল গড়া খুব কঠিন কাজ। তবে আমার ছেলে বলে কাজটা সহজ। দলে শুধু একদিক থেকে ভারতীয় ব্যাটসম্যান ও অন্যদিক থেকে পাকিস্তানি বোলাররা থাকবে।
রমিজের দলে দুই ওপেনার হিসেবে আছেন বীরেন্দ্র শেওয়াগ ও সুনীল গাভাস্কার। তিন থেকে ছয়ে বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি। তবে রমিজের একাদশে জায়গা হয়নি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।
বোলারদের মধ্যে আছেন ভারতের একজন মাত্র বোলার অনিল কুম্বলে। এ ছাড়া আছেন পাকিস্তানের ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও সাকলাইন মুস্তাক। দলের অধিনায়ক করা হয়েছে ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানকে।
রমিজ রাজার একাদশ: বীরেন্দ্র শেওয়াগ, সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, অনিল কুম্বলে ও সাকলাইন মুস্তাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।