স্পোর্টস ডেস্ক : ৬ অক্টোবর অনুষ্ঠিত পাকিস্তানের প্রথম ম্যাচের দুই মাস আগে টিকিট কাটেন ওমর ফাইজান। তিনি বলেন, ‘টুর্নামেন্ট শুরু হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হলো। কিন্তু পাকিস্তানি ক্রিকেট ভক্তদের জন্য এখন পর্যন্ত কোনো ভিসা নীতি গ্রহণ করা হয়নি।’
শনিবার আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আসরের সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু টিকিট কাটার পরও দুশ্চিন্তায় ভুগছেন পাকিস্তানি ক্রিকেট ভক্তরা। এখন পর্যন্ত ভারতের ভিসা পাননি পাকিস্তানের অসংখ্য ভক্ত-সমর্থক। ফলে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াইটি দেখা হবে কি না, তা নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন।
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কিনেছেন, এমনকিছু পাকিস্তানি ক্রিকেট ভক্ত আল-জাজিরাকে জানান, বুধবার পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কেনা দর্শকদের জন্য কোনো ভিসা নীতি ঘোষণা করেনি পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশন। এমতাবস্থায় তারা যদি ভারতের ভিসা না পান, তাহলে টিকিটের পুরো টাকাটাই জলে যাবে।
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দুই ম্যাচের টিকিট কেটেছিলেন পাকিস্তানি ক্রিকেট ভক্ত ওমর ফাইজান। ইসলামাবাদ থেকে তিনি বলেন, ‘যেহেতু আমরা ‘নো শো’ ক্যাটাগরিতে টিকিট কিনেছি, তাই টিকিটের টাকাও ফেরত পাব না আমরা।’
৬ অক্টোবর অনুষ্ঠিত পাকিস্তানের প্রথম ম্যাচের দুই মাস আগে টিকিট কাটেন ফাইজান। বলেন, ‘টুর্নামেন্ট শুরু হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হলো। কিন্তু পাকিস্তানি ক্রিকেট ভক্তদের জন্য এখন পর্যন্ত কোনো ভিসা নীতি গ্রহণ করা হয়নি।’
দুই দেশের মধ্যে তিক্ত কূটনৈতিক সম্পর্কের কারণে পাকিস্তানের নাগরিকদের ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়াটি দীর্ঘ এবং ক্লান্তিকর। ভিসার জন্য অনুমোদন পেতে উভয় দেশের নিরাপত্তা সংস্থার কাছ থেকে নিরাপত্তা পরীক্ষার প্রয়োজন হয়, যা প্রক্রিয়াটিকে আরও দীর্ঘায়িত করে।
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, বিশ্বকাপে পাকিস্তানি ভক্ত ও সাংবাদিকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা উদ্বেগের বিষয়।
সমস্যাটি দ্রুত সমাধানের জন্য পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ পাকিস্তানের পররাষ্ট্র সচিব সিরাজ সাজ্জাদ কাজীকে দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করার জন্য বলেছেন।
২০১১ বিশ্বকাপেও একই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল। ভারতের সঙ্গে যৌথভাবে ওই টুর্নামেনেটর আয়োজন করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে সেমি ফাইনালের ম্যাচটি হয় পাকিস্তানের। ওই ম্যাচ দেখতে যাওয়ায় ভিসা পেতে জটিলতার মুখোমুখি হন বেশ কিছু পাকিস্তানি ভক্ত। এমনকি ম্যাচটি কভার করতে যাওয়া অনেক সংবাদকর্মীকেও সেবার হতাশ হতে হয়।
২০১১ সালে মোহালিতে অনুষ্ঠিত সেমি ফাইনালটি গ্যালারিতে বসে উপভোগ করলেও এবার ভারতে প্রবেশ নিয়েই সংশয়ে রয়েছেন পাকিস্তান ক্রিকেটের অন্ধ ভক্ত সানা কাজিম।
তিনি বলেন, ‘২০১১ সালেও ভারতীয় ভিসা পাওয়া ছিল দুঃস্বপ্নের মতো। তাও সেবার অন্তত আমরা (পাকিস্তানিরা) দূতাবাসের ওয়েবসাইট ভিজিট করতে পারতাম। অনেক কসরত করে সেবার ভিসাও পেয়েছিলাম। কিন্তু এবার আমাদের ওয়েবসাইটেই ঢুকতে দেয়া হচ্ছে না।’
শনিবারের ম্যাচের টিকিট কেনা আরেক পাকিস্তানি ভক্ত বলেন, ‘আমার কাছে সব থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখার স্বপ্ন ছেড়ে দিতে হচ্ছে।’
‘ইসলামাবাদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও করেছি, কিন্তু তারাও ভিসা নিয়ে কিছু জানাতে পারেননি’, বলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।