ভারত-পাকিস্তান দ্বন্দ্ব, বড় পরিবর্তন আসতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে!

স্পোর্টস ডেস্ক : আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির। কিন্তু পাকিস্তানে গিয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে চায় না ভারতীয় দল। যার ফলে এখনও নিশ্চিত হয়নি চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ। এর মধ্যেই গুঞ্জন উঠেছে চ্যাম্পিয়নস ট্রফিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

শুরু থেকেই এই টুর্নামেন্টটিকে হাইব্রিড মডেলে আয়োজন করা কথা বলে আসছে ভারত। কিন্তু পাকিস্তান তা মানতে নারাজ। তবে আগের সিদ্ধান্ত থেকে সরে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজনে রাজি হলেও সঙ্গে কঠিন শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের দেওয়া শর্তানুযায়ী লভ্যাংশ বৃদ্ধি ও ক্ষতিপূরণের পাশাপাশি ভারতের সঙ্গে ‘পার্টনারশিপ ফর্মুলা’র প্রস্তাব দিয়েছে তারা। এই ফর্মুলায় পাকিস্তানও ভবিষ্যতে ভারতে খেলতে যাবে না। আর পাকিস্তানের এমন শর্ত প্রত্যাখ্যান করেছে ভারত। ফলে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে অচলাবস্থার শেষ হচ্ছে না।

এমন পরিস্থিতিতে ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, দ্রুত এই সংকটের সমাধান না হলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সেটা এমনও হতে পারে যে, ওয়ানডের পরিবর্তে পুরো আয়োজনটি টি-টোয়েন্টিতে রূপ নিতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান অচলাবস্থা দ্রুত না কাটলে স্টেকহোল্ডাররা চ্যাম্পিয়নস ট্রফির আসরটিকে ওয়ানডে থেকে টি-টোয়েন্টিতে বদলে দেওয়ার আহ্বান জানাতে পারে। কেননা টি-টোয়েন্টি বাজার বিবেচনায় ওয়ানডের চেয়ে সহজতর এবং দ্রুত প্রভাববিস্তারীও। তাছাড়া জনপ্রিয়তার দিক দিয়ে ওয়ানডের চেয়ে বর্তমানে টি-টোয়েন্টি বেশ এগিয়ে।

গণমাধ্যমটি আরও জানায়, যেহেতু ৯০ দিনের ডেডলাইন পার হয়ে গেছে। তাই টুর্নামেন্ট নিয়ে প্রচার-প্রচারণার ক্ষেত্রে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো চাপ তৈরি করছে। ফলে সবদিক বিবেচনায় নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেই তারা সব সমস্যার সমাধান দেখছে।

বিয়ের ছয়মাসে অন্তঃসত্ত্বার গুঞ্জন নিয়ে যা বললেন সোনাক্ষী