Advertisement
স্পোর্টস ডেস্ক: রবিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার সেনোয়েস পার্কে যুব বিশ্বকাপ ফাইনালে নামতে চলেছে ভারত-বাংলাদেশ। প্রতিপক্ষ বাংলাদেশকে হারিয়ে রেকর্ড পঞ্চমবার বিশ্বসেরার খেতাব জিততে মরিয়া ভারতের তরুণ তুর্কিরা। আর এই মহা উত্তেজক ম্যাচের আগে আগামী দিনের তারকাদের শুভেচ্ছা জানালেন লিটিল মাস্টার শচীন টেন্ডুলকার।
টুইটারে শচীন লেখেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের জন্য ভারতীয় যুব দলকে অনেক শুভেচ্ছা। আশা করব, তোমরা আরও একটি দুর্দান্ত পারফরম্যান্স করবে এবং এই বিশ্বকাপ ভারতের হয়ে জিতবে।
All the best to the U19 🇮🇳 Cricket Team for the U19 @cricketworldcup Final!
Hope you’ll continue the stellar team performance & win this for India.#U19CWC #FutureStars #INDvBAN— Sachin Tendulkar (@sachin_rt) February 9, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।