স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শেষের দিকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুত হতে শুরু করেছে দলগুলো। পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে বাংলাদেশও সাজাচ্ছে রণকৌশল।
বিশ্বকাপের পরিকল্পনার প্রথমটা দল নির্বাচন। চলতি বছর দল নির্বাচন করতে গিয়ে ইতোমধ্যে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করেছে নির্বাচক প্যানেল। সামনেও নাকি সেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার চিন্তা করছে বোর্ড। তবে বিশ্বকাপ দলে চূড়ান্ত হচ্ছে কবে! প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম ইকবাল।
বিশ্বকাপের মাসখানেক আগে হবে এশিয়া কাপ। বিশ্ব আসরের এক মাস আগের এই টুর্নামেন্টের দলই বিশ্বকাপে খেলতে পারে বলে জানিয়েছেন অধিনায়ক তামিম, ‘একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আমরা এশিয়া কাপ খেলবো। ওখানে যে স্কোয়াডটা আমরা করবো, বলতে গেলে সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড। যদি কেউ চরমভাবে ব্যর্থ হয় অথবা ইনজুরিতে না পড়ে। তাছাড়া আমার মনে হয় না ওরকম কোনো পার্থক্য হবে। এই সিরিজ, হয়তো এরপরের সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি।
গেল মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে জাতীয় দলের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। ডাক পাননি আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্বকাপের ভাবনায় কি নেই তারা? অধিনায়ক উত্তর দিয়েছেন এটারও।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে ওপরে ব্যাটিং করিয়েছি। আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো দু-একটা সিরিজ যে কোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসাবে আছে।’
অতীত ভুলে যাননি কোহলি, গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করে মন জিতলেন সবার (ভিডিওসহ)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।