আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, রাশিয়া-ভারত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করে না। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুই দিনের রাশিয়া সফরে থাকা মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ।
এই সংবাদ সম্মেলনে মোদি বলেন, জম্মু-কাশ্মীর দ্বিপক্ষীয় বিষয় এতে তৃতীয় পক্ষের কোন হস্তক্ষেপ প্রয়োজন নেই।
নরেন্দ্র মোদি আরও বলেন, যখনই প্রয়োজন হয়েছে, যেখানেই প্রয়োজন হয়েছে, রাশিয়া ও ভারত একে অপরের পাশে ছিল, আছে এবং থাকবে।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের সহযোগিতা শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক এবং বিশ্বমানের, সুমেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলেও আমরা সহযোগিতা করছি।
দু’দিনের রাশিয়া সফরে নরেন্দ্র মোদি যোগ দেবেন ইস্টার্ন ইকোনমিক ফোরামে। বুধবার একটি রুশ জাহাজে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি।
এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক টুইটে বলেছেন, প্রবল বায়ুপ্রবাহের মধ্যে গতি পেলো ভারত-রাশিয়া সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদই এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সুন্দর সময় কাটালেন জাহাজে ভেদা জাহাজ নির্মাণ কমপ্লেক্সে যাওয়ার পথে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।