জুমবাংলা ডেস্ক : আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতি নিচ্ছে দুই দেশের সরকার। ওই সময়ে স্বাক্ষর হতে পারে এমন কয়েকটি সমঝোতা স্মারক নিয়ে এখন আলোচনা চলছে। তবে এর আগেই সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উভয় নেতার সাক্ষাৎ ও বৈঠকের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে সরকারের একজন কর্মকর্তা বলেন, ’১০ থেকে ১২টি বা বেশি সমঝোতা স্মারক সই হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। আমরা আলোচনা করছি এগুলো চূড়ান্ত করার জন্য।’
কী কী ক্ষেত্রে এই সমঝোতা স্মারক সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্যাপাসিটি বিল্ডিং, এয়ার সার্ভিস চুক্তির নবায়ন, সংস্কৃতি, যুব উন্নয়নসহ আরও কয়েকটি খাতে এ সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হতে পারে।
এদিকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ’আসন্ন সফর নিয়ে আলোচনা হয়েছে।’
আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ’যখনই দুই দেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ করেছেন তখনই বৈঠক হয়েছে। এবারও আশা করছি হবে।’
আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী হাসিনা নিউ ইয়র্ক যাবেন। যুক্তরাষ্ট্র থেকে আসার পরপরই তিনি অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন। হাসিনা এবং নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে ৫ অক্টোবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।